• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: অ্যাঞ্জেলিনা জোলি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

রোহিঙ্গাদেরও মিয়ানমারের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আছে উল্লেখ করে জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

মঙ্গলবার কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কুতুপালংয়ের ক্যাম্প-৫ এ এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জোলি আরও বলেন, বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে। যা তারা নিজের দেশ মিয়ানমারে পায়নি।

রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।

বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এতোগুলো মানুষকে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতার পরিচয় দিয়েছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে একটি বেসরকারি বিমানে করে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছেন এই হলিউড অভিনেত্রী। সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের ইনানিতে একটি হোটেলে উঠেন। সেখান থেকে তিনি চলে যান টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরে।

অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে ফিরলেন আরও ৪৬ বাংলাদেশি
অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
গণতন্ত্রের পথে সরকারের প্রচেষ্টায় সমর্থনের আশ্বাস মার্কিন দূতের
রোমানিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের প্রবাসী কল্যাণে অঙ্গীকার