ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯ , ০৪:৪৭ পিএম


loading/img

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম গুচ্ছগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- কোটালীপাড়া উপজেলার ভুতুড়িয়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী মুর্শিদা বেগম (৫৫) ও পুত্রবধূ মানসুরা বেগম (২০)।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ফারুক জানান, নাঈম মোল্লা স্ত্রী মানসুরা বেগম ও মা মুর্শিদা বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাটের মোল্লাহাট শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তাদের মোটরসাইকেল দেবগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মানসুরা ও মুর্শিদা মারা যান। মারাত্মক আহত নাঈমকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

নাঈম বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুরবাড়ির এলাকার একটি মসজিদে ইমামতি করতেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন

পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |