• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

নোয়াখালীতে সেনাবাহিনীর জিপ খালে, নিহত তিন

নোয়াখালী প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সোনাপুর-হাতিয়া স্টিমার ঘাট সড়কে সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজসহ তিন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ সদস্য।

শুক্রবার বিকেলে সুবর্ণচর উপজেলার তোতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সোয়া তিনটার দিকে সেনাবাহিনীর ২১ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়ানের একটি দল সিলেট থেকে হাতিয়ার স্বর্ণদ্বীপ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী জিপটি উল্টে তোতার বাজার এলাকায় রাস্তার পাশে ডোবাতে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সকল সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ফয়েজ ও মাসুম নামে দু্ইজন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ফিরোজ নামে আরও এক সদস্য নিহত হন। এছাড়া আহত আরও ৯ সেনা সদস্যকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু
মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া
বিদেশ যাওয়া হলো না কলেজছাত্রের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু