• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে ট্রাকচাপায় দুই পা বিচ্ছিন্ন হয়ে নারীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১

রাজধানীর বাড্ডায় ট্রাকচাপায় জিন্না (৫০) নামের এক নারী মারা গেছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে মধ্যবাড্ডার ইউলুপ ও ফুটওভার ব্রিজের মাঝামাঝি এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেপরোয়া ওই ট্রাকের চাকায় তার দুই পা কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিন্না গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার জাফর আলী স্ত্রী। তারা বাড্ডা এলাকায় থাকতেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ছেলে তোফায়েলকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। তবে তার ছেলে তোফায়েল অক্ষত রয়েছেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য জিন্নার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
আসামিদের অব্যাহতি দেওয়ার চেষ্টাকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা