• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৮

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার বাউরা-মেসেছঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকার খোরশেদ আলম (৪১) ও আরিফ হোসেন (৩৭)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন আরটিভি অনলাইনকে জানান, পাটগ্রাম থেকে দুই মোটরসাইকেল আরোহী লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক মেসেছঘাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে নিহত ২, আহত ৪
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ফরিদপুরে তুলে নিয়ে নির্যাতন, ঢাকায় নেয়ার পথে যুবকের মৃত্যু
সিরিয়ায় জনসম্মুখে আসাদ অনুগত কর্মকর্তার মৃত্যুদণ্ড