• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন হাজারো পর্যটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৯, ১৪:৫৫

বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে বুধবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে যাওয়া হাজারও পর্যটক আটকা পড়েছেন। আজ যাদের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল, তারা অনেকেই কক্সবাজারের দিকে চলে যাচ্ছেন।

বজ্রমেঘের কারণে আজ বুধবার সকাল থেকে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

সকালে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী এমভি গ্রিনলাইন-১, এমভি আটলান্টিক ক্রুজ, এমভি ফারহান, বে-ক্রুজ, কেয়ারি ক্রুজ, কেয়ারি সিন্দাবাদ, এলসিটি কাজল পর্যটকদের নিয়ে দমদমিয়া জেটি ঘাট থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জাহাজগুলো আর ছেড়ে যাচ্ছে না।

আরও পড়ুন

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, ৩ নম্বর সতর্কতা সংকেত থাকার কারণে পর্যটকবাহী জাহাজ ও জলযানকে টেকনাফ থেকে ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, বজ্রমেঘের বৃদ্ধির ফলে সেন্টমার্টিন নৌপথে জাহাজসহ সব ধরনের জলযান বন্ধ রাখা হয়। এর ফলে দ্বীপে পর্যটক আটকা পড়বে, তাদের খোঁজ খবর রাখা হবে। পরে পরিস্থিতি ভালো হলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

এদিকে গতকাল মঙ্গলবার রাত থেকে টেকনাফে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় উপকূলে নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি
৩৩ দিন পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ চলাচল স্বাভাবিক