• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ ১০ মামলার আসামি নিহত

খুলনা প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৯, ০৯:১৬

খুলনার মহানগরীর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১০ মামলার আসামি মিরাজুল ইসলাম মিরাজ নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে দৌলতপুরে থানার কৃষি কলেজের পেছনে এ ঘটনা ঘটে। নিহত মিরাজুল ইসলাম মিরাজ ফুলবাড়ি গেটের জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে মিরাজকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে চুরি করা মালামাল উদ্ধারে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় যাওয়া হয়। এসময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি বন্দুকের গুলি, দুটি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভারসহ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির ৯টি মামলা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে বন্দুকযুদ্ধে ৩৬ মাওবাদী নিহত
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ