• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণ

নড়াইল প্রতিনিধি

  ০৯ মার্চ ২০১৯, ২১:০৭

নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এসময় অপর এক বন্ধু ও ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার কালিয়া-চাপাইল সড়কের নড়াগাতির থানার বাগুডাঙ্গা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা বন্ধুরা হলেন নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (১৫) ও একই থানার নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (১৫)।

আহতরা হলেন বাধন সরকার (১৬) ও ট্রাকের হেলপার বাগুডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে ইরশাদ (২৮)। তাদের মধ্যে বাধনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ইরশাদকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শনিবার দুপুরে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বাগুডাঙ্গা থেকে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি বাগুডাঙ্গার বটতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু ও ট্রাকের হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব ঘোষ ও শান্ত বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করে।

ওসি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ফরিদপুরে তুলে নিয়ে নির্যাতন, ঢাকায় নেয়ার পথে যুবকের মৃত্যু
সিরিয়ায় জনসম্মুখে আসাদ অনুগত কর্মকর্তার মৃত্যুদণ্ড
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু