• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

সমাজকে সুন্দরে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

গাজীপুর প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৯, ২১:২৫

স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক দুর্যোগ মোকাবেলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে তারা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রোববার বিকেলে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০ম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিশু কিশোর ও যুবদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে।

রাষ্ট্রপতি বলেন, স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রগতিশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে।

সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃক্ষরোপণ পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ জলবায়ু উষ্ণতা রোধে জনসচেতনতা তৈরি বন্যা ঘূর্ণিঝড় ভবনধস ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজসহ জাতীয় দুর্যোগে স্কাউটরা সবার আগে এগিয়ে আসে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন , বাংলাদেশ স্কাউটের সভাপতি মো. আবুল কালাম আজাদ, প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান ও সাংগঠনিক কমিটির সভাপতি আখতারুজ্জামান খান কবীর।

এসময় রাষ্ট্রপতি স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।

জাম্বুরিতে দেশের ১০২২টি স্কাউট দলের ১০ হাজার ৯৮ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করছে। এছাড়াও কয়েকটি দেশের ৩৬১ জন স্কাউটসহ প্রায় এগার হাজার স্কাউট ও কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

অনুষ্ঠানে স্কাউটরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্রপতিকে সম্মানের সঙ্গে পদত্যাগ করতে বললেন চরমোনাই পীর
নিজ উদ্যোগেই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত: চরমোনাই পীর
রাষ্ট্রপতির অপসারণই ভুল সংশোধনের উপায়: ফরহাদ মজহার
১২ ডিসেম্বরের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগে ব্যাপক আন্দোলনের প্রস্তুতি