• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

শিবির না করাই ছিল মাদরাসা ছাত্রটির অপরাধ

বাগেরহাট প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৯, ২১:৩৬

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘শিবির না করার অপরাধে’ এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হাফেজ মো. ইমরান হোসেনের (৩৮) বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের কৈয়ার খালপাড় হাফেজিয়া মাদরাসায়।

মারধরের শিকার ওই ছাত্রের নাম মো. বায়েজিদ বোস্তামি (১৪)। তার বাবার নাম মোস্তফা বেপারি।

ঘটনার পর আহত অবস্থায় বায়েজিদকে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে বায়েজিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই মাদরাসার প্রধান শিক্ষক ইমরান হোসেন তাকে ছাত্রশিবিরের কর্মী হিসেবে কাজ করার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু সে রাজি না হওয়ায় গতকাল রাতে তাকে পেটাতে থাকেন ইমরান। এতে সে আহত হয়।

প্রধান শিক্ষক ইমরান হোসেনের সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, বায়েজিদ তার কথা না শোনায় তিনি শাসন করেছেন। এছাড়া যে অভিযোগ উঠেছে তা মিথ্যা। তিনি এমন কোনও কারণে বায়েজিদকে মারধর করেননি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে
চিন্ময় দাস গ্রেপ্তার, যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
ছাত্রীদের টানা ৪ দিন আন্দোলন, প্রধান শিক্ষিকাকে অপসারণ