তিতাস গ্যাসফিল্ডে আগুন, ২টি কূপের উৎপাদন সাময়িক বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের ১ নং লোকেশনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তিতাস ফিল্ডের ১ ও ২ নং গ্যাস ক্ষেত্রের গ্যাস উৎপাাদন বন্ধ রয়েছে।
ফলে জাতীয় গ্যাস গ্রিডে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা থেকে অন্তত ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
গ্যাস ফিল্ডের একটি সূত্র জানায়, বিকেলে প্রায় সাড়ে ৫ টায় গ্যাস ক্ষেত্রের ১ নং লোকেশনের ফ্লেয়ার লাইনের পাশে জমে থাকা কনডেনসেড (অপরিশোধিত জ্বালানি তেল) থেকে আকস্মিকভাবে অগ্নিকান্ড ঘটে। মুহূর্তেই আগুন করে কয়েকশ ফুট ওপরে উঠে যায়। এতে ফিল্ড অভ্যন্তরে উদ্বেগ, উৎকন্ঠা ছড়িয়ে পড়ে। পাশেই ফিল্ডের সংস্কার কাজ চলছিল।
খবর পেয়ে কর্মকর্তারা দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে। ফ্লেয়ার লাইনের কয়েকশ গজের মধ্যেই তিতাস গ্যাস ক্ষেত্রের ১ ও ২ নং কূপ থাকায় দ্রুত এসব কূপের উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এতে এসব কূপ থেকে জাতীয় গ্যাসগ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গ্যাস ফিল্ডের নিজস্ব ইউনিট এবং ফোম ব্যবহার করাসহ ৩ টি অগ্নিনির্বাপন ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাংলাদেশ গ্যাস ফিল্ডের এমডি তৌফিকুর রহমান তপু জানান, এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে তদন্ত করা হবে।
আর/ এমকে
মন্তব্য করুন