• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

উখিয়ায় দুই ইয়াবা কারবারি গ্রুপের গোলাগুলিতে নিহত ২ ভাই

কক্সবাজার প্রতিনিধি

  ১৫ মার্চ ২০১৯, ১২:৩৪

কক্সবাজারের উখিয়ায় দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলিতে মোস্তাক আহমদ (৩৮) ও মোক্তার আহমদ (৪২) নামের ২ ভাই নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২ টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালি গ্রামের জবর মল্লুকের ছেলে।

ওসি আবুল খায়ের জানান, উখিয়ার পালংখালীতে রাতে দুই ইয়াবা কারবারি গ্রুপের মধ্যে গোলাগুলি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৯ হাজার ৬ পিস ইয়াবা, ২ টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি ও দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, নিহতরা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। মৃতদেহ ২টি ময়নাতদন্তেরর জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন :

আর/ এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়