• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৫ মার্চ ২০১৯, ১৫:২৭

খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে বিনাষন চাকমা ওরফে তারাবন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য বলে জানা গেছে।

শুক্রবার আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ির ইউনিয়নের নাপিতাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পানছড়ি থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, সকালে সাংগঠনিক কাজে ঘর থেকে বের হওয়ার পর আগে থেকে ওৎ পেতে থাকা অস্ত্রধারীরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

-------------------------------------------------------
আরও পড়ুন : ফতুল্লায় স্টিল মিলে বিস্ফোরণে ১ শ্রমিক নিহত
-------------------------------------------------------

এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমা।

তবে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এমএন লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত ত্রিপুরা।

পানছড়ি থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল বেশ দূর্গম। ফোর্স নিয়ে রওনা হয়েছি। মরদেহ উদ্ধারে বেশ সময় লাগতে পারে।

নিহত বিনাষন রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার কেরেতছড়ি গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে পানছড়ির সদরের কুড়াদিয়া ছড়া গ্রামে বসবাস করছেন।

আরও পড়ুন :

আর/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, নিহত ১
দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, সড়ক অবরোধের ডাক
‘আয়নাঘর’ থেকে ফিরে যে ভয়ংকর বর্ণনা দিলেন মাইকেল চাকমা