• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

সিরাজগঞ্জে কার্ভাড ভ্যানের চাপায় কলেজছাত্র নিহত

অনলাইন ডেস্ক
  ২১ মার্চ ২০১৯, ০৯:২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় স্থানীয় ধুকুরিয়া বিএম কলেজের এক ছাত্র (এইচএসসসি পরীক্ষার্থী) নিহত হয়েছেন ও আহত হয়েছে আরও দুইজন।

আজ সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্র হৃদয় শেখ(১৮)ভদ্রঘাট পূর্ব খান পাড়া গ্রামের হায়দার আলীর পুত্র।

দুর্ঘটনায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম জানান, সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় নলকা থেকে সিরাজগঞ্জগামী এসিআই ফিড মিলের একটি কার্ভাড ভ্যান তিন ছাত্রকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান। আহত হন অপর দুই ছাত্র। এ ঘটনার পর পর এলাকাবাসী কার্ভাড ভ্যানটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। পরে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সকাল ৯টার দিকে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক আব্দুল হামিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এফেম/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে ধরা যুবক
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত
সিরাজগঞ্জে জোড়া খুনের মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শীতার্ত মানুষের পাশে কণ্ঠশিল্পী কনকচাঁপা