• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

মেঘনা-গোমতী সেতুতে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি

  ২২ মার্চ ২০১৯, ১৫:০৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু ও মুন্সীগঞ্জের মেঘনা সেতুর উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

মহাসড়কের কুমিল্লার অংশে অন্তত ১০ কিলোমিটার যানজট এবং মুন্সীগঞ্জের মেঘনা সেতু থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত দীর্ঘ এলাকায় থেমে থেমে চলছে যানবাহন।এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার মেঘনা সেতুর ওপর দুটি ট্রাক বিকল হওয়ার পর এই যানজটের সৃষ্টি হয়। শুক্রবার দুপুর পর্যন্ত দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু থেকে আমিরাবাদ পর্যন্ত কুমিল্লার অংশে ১০ কিলোমিটার যানজট অব্যাহত রয়েছে বলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন।

-----------------------------------------------------------
আরও পড়ুন : কক্সবাজারে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
------------------------------------------------------------

তিনি জানান, বৃহস্পতিবার রাতে মেঘনা সেতুর উপর দুটি ট্রাক বিকল হয়। এসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এক ঘণ্টা পর হাইওয়ে পুলিশ বিকল গাড়িগুলো সরালে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে শুক্রবার দুপুরে মহাসড়কে যাত্রীদের চাপে যানবাহন বেড়ে যায়। মহাসড়কের ফোরলেনের যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে দুই লেন হওয়ায় ধীরগতি হয়। এতে যানবাহনের সারি দীর্ঘ হয়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

হাইওয়ে ও জেলা পুলিশ যানজট নিরসনে কাজ করছে। যানজটে আটক পড়ে হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

আরও পড়ুন :

আরসি/জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীজুড়ে তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী
বাসচাপায় ববি শিক্ষার্থীর মৃত্যু, ফের মহাসড়ক অবরোধ
সড়ক-মহাসড়কে চার ত্রুটি পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
নিরাপদ ও যানজটমুক্ত সড়ক নিশ্চিতে ৬ পরামর্শ