• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

  ২৩ মার্চ ২০১৯, ১০:১১

হবিগঞ্জের বানিয়াচঙ্গে ময়না মিয়া (৬০) নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে (মেম্বার) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লায় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ময়না মিয়া ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, ময়না মিয়া নামে ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্বৃত্তরা এলোপাতারিভাবে কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ পার্শ্ববর্তী একটি ডুবায় ফেলে দেয়। মরদেহের গায়ে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‍্যাব
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা