• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

বিমানবন্দরে ভুলক্রমে অস্ত্র নিয়ে ঢুকলেও ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ মার্চ ২০১৯, ১৯:৪০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ভবিষ্যতে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভুলক্রমেও যদি কেউ বিমানবন্দরে অস্ত্রসহ প্রবেশ করেন, তাহলে তিনি ছাড় পাবেন না।’

শনিবার দুপুরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিমান ছিনতাইয়ের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে কিভাবে আরও জোড়ালো ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো। আমাদের মেসেজটা (বার্তা) পরিষ্কার। অবৈধ কাজে কাউকে ছাড় দেওয়া হবে না। যে যেখানেই যাবেন, তাকে আইন মেনে যেতে হবে।’

সম্প্রতি বিমানের দুবাইগামী একটি ফ্লাইটে অস্ত্রসহ এক যাত্রী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা করেন। পরে কমান্ডো অভিযানে তার মৃত্যু হয়। যদিও সেটি প্লাস্টিকের তৈরি খেলনা পিস্তল বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনার পরই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্ত্র নিয়ে যেতে গিয়ে সমালোচনার মুখে পড়েন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়া সম্প্রতি আরও দুজন অস্ত্রসহ বিমানে উঠতে গিয়ে ধরা পড়েন। এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সমালোচনার মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ১
অস্ত্র ঠেকিয়ে ২১ গরু লুট, আহত ৩
পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন
শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব পাস স্থগিত