• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

কিশোরগঞ্জের এএসপি ও কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ২৪ মার্চ ২০১৯, ১৩:২০

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বে অবহেলার কারণে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-অপরাধ) শফিকুল ইসলাম ও কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠায় এ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

----------------------------------------------------------------
আরও পড়ুন : তিন কেন্দ্রে এক ঘণ্টায় ৪৩ ভোট
----------------------------------------------------------------

রোববার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর অনিয়মের অভিযোগ ওঠায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। কটিয়াদী উপজেলার মোট ৮৯টি কেন্দ্রের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করায় এখন আর ভোট নেওয়া হচ্ছে না।

এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শনিবার (২৩ মার্চ) রাতে কটিয়াদী উপজেলার কয়েকটি কেন্দ্রে সিল মারা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে সবকটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারদায় এএসপিদের কুচকাওয়াজ ফের স্থগিত
কিশোরগঞ্জে মাদরাসাছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম: সভাপতি সোহেল, সম্পাদক তানভীর
কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার