• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১২ এপ্রিল ২০১৯, ১২:৩৬

নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। প্রাণের এই উৎসব ঘিরে পাহাড় এখন রঙে রঙ্গিন। ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসবের নামের প্রথম অক্ষর দিয়ে বৈসাবি নামকরণ করা হয়েছে।

আর আজ বিজু ও বৈসু দিয়ে পাহাড়ে শুরু হয়েছে বর্ষবরণের এই উৎসব। শুক্রবার সকালে গঙ্গাদেবীর উদ্দেশে নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা করা হয়।

বৈসাবির প্রথম দিনে চেঙ্গী নদীতে ফুল ভাসিয়ে শুরু করা হয় বৈসাবির আনুষ্ঠানিকতা। চাকমা ও ত্রিপুরারা উৎসবের প্রথম দিনে পাহাড় থেকে সংগৃহীত ফুল দিয়ে ঘর সাজায়। সবার মঙ্গল কামনায় কলাপাতায় করে শ্রদ্ধাভরে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভ কামনা করে। প্রত্যাশা করা হয়, পাহাড়ে হানাহানি ভুলে সকল সম্প্রদায়ের মধ্যে আসবে শান্তি ও সম্প্রীতি।

এই উৎসবকে কেন্দ্র করে গোটা পার্বত্য চট্টগ্রাম পরিণত হয় সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায়। এদিকে এই উৎসব দেখতে খাগড়াছড়িতে বেড়েছে পর্যটকের সংখ্যা। বলা যায় উৎসবে রঙ্গিন পার্বত্য চট্টগ্রাম।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
এবার জুরির দায়িত্ব পেলেন বাঁধন
হ্যামিল্টনে নিউজিল্যান্ডের রান পাহাড়, চাপে ইংল্যান্ড
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন