• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সেফটি ট্যাংক থেকে অজ্ঞান দুই শ্রমিক উদ্ধার

অনলাইন ডেস্ক
  ১৮ এপ্রিল ২০১৯, ১৮:৪০

রংপুরের কাউনিয়া উপজেলার একটি সেফটি ট্যাংক থেকে অজ্ঞান দুই শ্রমিককে উদ্ধার করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উপজেলার কুরশা ইউনিয়নের বাহেগগিলি গ্রামের একটি সেফটি ট্যাংক থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন শাহজাহান ও আখেরুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাহেগগিলি গ্রামের একটি সেফটি ট্যাংকের ৩০ ফুট নিচে কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়েন শাহজাহান নামের এক শ্রমিক। তাকে উদ্ধার করার জন্য আখেরুজ্জামান নামে অপর এক শ্রমিক সেফটি ট্যাংকে নামলে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। ঘণ্টাখানেক তাদের কোনও সাড়াশব্দ না পাওয়ায় এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: হেলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত আছেন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে বাস চাপায় শ্রমিকের মৃত্যু
ঈশ্বরদীতে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি সাইফুল করিম গ্রেপ্তার
কারখানার দরজা ভেঙে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার