সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার
দ্বিতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে তা প্রত্যাহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবি আদায়ে বুধবার বেলা ১১টায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় আটকে বিক্ষোভ শুরু করেন।
এরপর বুধবার দুপুর ২টা পর্যন্ত অবস্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থেকেই চলমান সব সমস্যার সমাধান চান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইডেন মহিলা কলেজের চতুর্থবর্ষের শিক্ষার্থী ফারজানা সুলতানা মৌ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর তারা আমাদের মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না। আমরা চাই আমাদের মেধাকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক। আমরা অধিভুক্ত বাতিল চাই না। আমরা চাই আমাদের জন্য একটা আলাদা প্রশাসনিক ভবন করা হোক; যেখানে আমরা আমাদের সমস্যাগুলো নিয়ে সহজে কথা বলতে পারবো।
একই কথা বলেন তিতুমীর কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অলিউর রহমান। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন।
এর আগে সেশনজট, ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ৫ দফা দাবি জানান।
দাবিগুলো হলো-
১. একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফলাফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফলাফল একত্রে প্রকাশ।
২. গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন।
৩. সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন।
৪. প্রতিটি বিভাগে মাসে দু’দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেয়া।
৫. সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু।
পি
মন্তব্য করুন