সিরাজগঞ্জে যমুনা নদীতে জেলেদের জালে ৩০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। বোয়ালটি লম্বায় পাঁচ ফুট।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে কাজিপুরের তেকানী এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে এই বোয়াল মাছটি ধরা পরে।
জেলেরা কাঁধে করে মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসে। পাঁচ ফুট লম্বা বোয়াল মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে।
বিজ্ঞাপন
বরইতলী পশ্চিমপাড়া গ্রামের শ্রী অনিল হাওয়ালদারের ছেলে জেলে গাদল কুমার হাওয়ালদার জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় এই ৩০ কেজি ওজনের বোয়াল মাছটি তার জালে আটকা পড়ে। এই প্রথম আমার জীবনে বিশাল মাছটি ধরা পড়ে।
জেবি/ এমকে