• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

সব ঘাট প্রস্তুত: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৯ মে ২০১৯, ১৫:৪২

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারাপারের লক্ষে পাটুরিয়াসহ সবঘাটে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনয় কান্তি বিশ্বাস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মাহবুব উল ইসলাম, জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, বিআইডব্লিউটিসির ডিজিএম আজমল হোসেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য ফেরিঘাটগুলোকে উপযোগী করা হয়েছে। ফেরি সংখ্যা বাড়ানো হয়েছে। নৌপথকেও সচল করা হয়েছে। এবার ঈদে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যেতে পারবে ও নিরাপদে ফিরে আসতে পারবে।

পরে মন্ত্রী ঢাকা ফেরিতে চড়ে রাজবাড়ির দৌলতদিয়াঘাট পরিদর্শনে যান।

উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে ১৬টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২০টি।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোমরা স্থলবন্দরে ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন
নৌ-নিরাপত্তা সপ্তাহ পালিত হবে ৪-১০ জুন
‘নৌপথ-নদীবন্দরগুলো ঠিক আছে কি না, লক্ষ্য রাখতে হবে’
‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় চলে গেছে’