ধানের দাম না থাকায় দুই জেলায় নেই ঈদের আনন্দ
ধানের ন্যায্য দাম না পাওয়ায় কুড়িগ্রাম ও যশোরের কৃষকদের মধ্যে নেই ঈদের আনন্দ। টাকার অভাবে বেশিরভাগ পরিবারেই কেনা হয়নি নতুন জামাকাপড়। ফলে এখনও জমে ওঠেনি স্থানীয় ঈদ বাজারগুলো। এতে ক্রেতা শূন্য ঈদ বাজার নিয়ে হতাশ ব্যবসায়ীরা।
চলতি বছর রেকর্ড পরিমাণ ধান উৎপাদন হলেও ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশা আর অর্থকষ্টে দিন কাটছে কুড়িগ্রামের চাষিদের। তাই ঈদ দরজায় কড়া নাড়লেও ঈদের আনন্দ যেন তাদের কাছে বিষাদে রূপ নিয়েছে।
লাভতো দূরের কথা উৎপাদন খরচই তুলতে পারছেন না চাষিরা। সরকারের নির্ধারিত দামে প্রশাসনের কাছে ধান বিক্রি করতে না পারারও অভিযোগ চাষিদের।
কৃষক পরিবারে ঈদ না থাকায় এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও। ক্রেতা শূন্য ঈদ বাজারে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কাপড়ের পসরা সাজিয়ে বসলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মিলছে না।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান উপ-পরিচালক ড.মো. মোস্তাফিজার রহমান জানান, ন্যায্য দাম না পাওয়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা।
একই পরিস্থিতি চলছে যশোরেও। লোকসান থেকে বাঁচতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন সংশ্লিষ্টরা।
জেবি
মন্তব্য করুন