ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

কাপড়ের রং দিয়ে হালুয়া তৈরি

চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ০৫ জুন ২০১৯ , ০৫:৩৩ পিএম


loading/img

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে একটি মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

এ সময় কনক মিষ্টান্ন ভাণ্ডার নামের ওই প্রতিষ্ঠানতে মিষ্টি-হালুয়া তৈরিতে কাপড়ের রং ব্যবহার,  এক সপ্তাহ আগের রান্না করা বাসি হালিম এবং মেয়াদহীন রসমালাই বিক্রির দায়ে দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

বিজ্ঞাপন

মো. রুহুল আমিন জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে কনক মিষ্টান্ন ভাণ্ডারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে দোকানি কনক সওদাগরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, অভিযানে উপজেলার কয়েকটি বিউটি পার্লারকে মেয়াদহীন প্রসাধনী ব্যবহার না করতে সতর্ক করা হয়। এছাড়াও দুই হাজার ৮৫০ টাকায় পাঞ্জাবি কিনে সাত হাজার ২৫০ টাকায় বিক্রি করায় দোকানিকে সতর্ক করা হয়।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |