• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

নুসরাতকে যৌন নির্যাতনের মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৪ জুলাই ২০১৯, ১৬:৪৫
নুসরাত জাহান রাফি
অধ্যক্ষ সিরাজ

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতনের মামলায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে তা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শুনানির পর ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

গতকাল বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে নুসরাতের ওপর যৌন নির্যাতন মামলার অভিযোগপত্র দাখিল করে।

এই মামলায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে একমাত্র আসামি করে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় অভিযোগ দাখিল করা হয়।

গত ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ, নুসরাত জাহান রাফিকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে ওই দিনই নুসরাতের মা শিরিন আক্তার সোনাগাজী থানায় মামলা করেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী কারাগার থেকে অধ্যক্ষ সিরাজকে বিচারক মো. জাকির হোসেনের আদালতে হাজির করা হয়। আদালত মামলার বিষয়ে পিবিআই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন ও অভিযোগপত্রের বিষয়ে জানতে চান।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই ইন্সেপেক্টর শাহ আলম আদালতকে অভিযোগপত্রের বিষয়ে অবহিত করেন। পরে মামলাটি পর্যালোচনা শেষে বিচারক ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন। শুনানির সময় সিরাজের পক্ষে কোনও আইনজীবীকে দেখা যায়নি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়