বাংলাদেশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে: বান কি-মুন
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন ও মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন।
বুধবার (১১ জুলাই) বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তারা উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান।
বিকেল সোয়া চারটার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর ক্যাম্পে পৌঁছালে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবান কমিশনার মো. আবুল কালাম ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাদের অভ্যর্থনা জানান।
পরে রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে (আরসি) গেলে সেখানে তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন।
পরিদর্শনকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো.শাহ কামাল ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বান কি মুন বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এত বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এসএস
মন্তব্য করুন