• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নড়াইলে বোমা তৈরির কারখানার সন্ধান, আটক ৩

নড়াইল প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৯, ১৮:২৭

নড়াইলে আটটি বোমা ও বোমা তৈরির ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল ও ৫০টি বিভিন্ন কোম্পানির সিমসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার (১৫ জুলাই) সকালে নড়াইল সদরের চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিত সাহার বাড়ি থেকে এগুলো জব্দ করা হয়। এসময় বাড়ির মালিক বিশ্বজিত সাহা (৫০), সহযোগী কালু সরকার (৫৫) ও সাগর বিশ্বাসকে আটক করা হয়েছে।

এদিকে ঘটনার সময় তিনজনকে আটক করা হলেও মূলহোতা বিশ্বজিত সাহার ভাগ্নে রবি বিশ্বাস (২৮) র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

র‌্যাব-৬ স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ জানতে পারে চন্ডিবরপুর গ্রামের বিশ্বজিতের বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের বোমা তৈরি করে বিক্রয় করা হচ্ছে। সোমবার সকালে র‌্যাব-৬ এর কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিশ্বজিতের বসত বাড়ি তল্লাশি করে আটটি বোমা, বোমা তৈরি ডিভাইস, গান পাউডার, ২০টি মোবাইল, ৫০টি বিভিন্ন কোম্পানির সিম উদ্ধার করা হয়।

কমান্ডার মেজর শামীম সরকার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়