রোহিঙ্গা ক্যাম্পে ট্রাক উল্টে মা-ছেলে নিহত
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ইটবোঝাই ট্রাক উল্টে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তিন কিশোর-কিশোরী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে ক্যাম্পের ডি-৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মা-ছেলে হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার ছেলে মো. ইয়াছের (৩)।
আহতরা হলো- আনোয়ারের মেয়ে পারভীন (২০), লাসনী (১৬) ও ছেলে পুতিয়া (১৪)।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সেক্রেটারি নুর মোহাম্মদ আরটিভি অনলাইনকে জানান, সকালে ক্যাম্পের উন্নয়ন কাজের জন্য ইট নিয়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ঝুপড়ি ঘরের ওপর পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক রাসেলকেও আটক করা হয়েছে।
জেবি/পি
মন্তব্য করুন