• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

নিখোঁজ ৩ শিক্ষার্থীর খোঁজে সাভারে নদীতে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

সাভার প্রতিনিধি

  ২৮ জুলাই ২০১৯, ০৯:৪৫
সাভারে নদীতে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান
তিন শিক্ষার্থীর খোঁজে সাভারে নদীতে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু

সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোছল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী খোঁজে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করেছে সাভার ফায়ার সার্ভিস দল।

আজ রোববার সকাল ৭টার পর থেকেই দ্বিতীয় দিনের মতো মতো উদ্ধার অভিযানে শুরু করেন তারা।

তবে নিখোঁজের ২০ ঘণ্টা পার হওয়ার পরও ডুবুরি দল নিখোঁজ হওয়া ওই তিন শিক্ষার্থীকে খুঁজে না পাওয়া তাদের পরিবারে চলছে শোকের মাতম।

---------------------------------------------------------------
আরো পড়ুন: গণপিটুনিতে নিহত রেনুর পরিবারকে ৫ কোটি টাকা দিতে রিট
---------------------------------------------------------------

উল্লেখ্য, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানী ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী ধলেশ্বরী শাখা নদীর সাভার ব্যাংক টাউন ব্রিজ এলাকায় গোছল করতে নামলে অন্যরা উঠে আসলেও তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ৩ জন শিক্ষার্থী মেহেদী (১৭), আকাশ (১৮) ও রাজন (১৭) নদীতে নিখোঁজ হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস এর ডুবুরিরা নিখোঁজদের উদ্ধার কাজ শুরু করে। গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান। পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইন-চার্জ লিটন আহমেদ বলেন, নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি চালানো শুরু করেছে। বিস্তীর্ণ নদীর ভাটি এলাকায় সকাল থেকে টহল দেয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনও মরদেহ কিংবা নিখোঁজদের সন্ধান পাননি তারা।

এসএস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মায় নিখোঁজ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার
নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ, একদিন পর মরদেহ উদ্ধার
ছোট ফেনী নদীতে নৌকা উল্টে নরসুন্দর নিখোঁজ
দিনমজুর খুন, নিখোঁজের দুদিন পর মরদেহ মিলল বিলে