• ঢাকা সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
logo

বসত ঘরে মিলল সাড়ে চার হাত লম্বা গোখরা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ জুলাই ২০১৯, ২২:২২
কেন্দ্রীয় বাস টার্মিনাল
গোখরা সাপ

রাজবাড়ী জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাক চালক মো. ওম্বার এর বসত ঘরে সাড়ে চার হাত লম্বা বিষধর গোখরা ধরা পড়েছে।

গত শুক্রবার (২৬ জুলাই) রাত ১২টার দিকে সদরের দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গোপিনাথদিয়া গ্রামের হঠাৎপাড়া এলাকা থেকে সাপটি ধরে জেলার খ্যাতনামা সাপুড়ে লিটন সরদার।

সাপুড়ে লিটন জানান, সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে তাদের বসত ঘরের মধ্যে লুকিয়ে থাকা খয়েরী রংয়ের গোখরা সাপটি ধরি। সাপটি সাড়ে চার হাত লম্বা এবং সম্পূর্ণ বিষধর। বর্ষার এই মৌসুমে সাপের আনাগোনা বেড়ে যায়। তাই সবাইকে বলবো বাড়ি ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

আরও পড়ুন

জিএ/ এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়ে বাড়িতে কৃষক, অতঃপর...
৩২ বছরেও চালু হয়নি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল
ইঁদুরের গর্ত থেকে ১৯টি গোখরার বাচ্চা উদ্ধার