• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

মুরগির দণ্ড!

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

  ৩০ জুলাই ২০১৯, ১৮:৩৫
মুরগির দণ্ড
মুরগির দণ্ড

ধান খাওয়ার অপরাধে দুই মুরগির দণ্ড। নির্দিষ্ট পরিমাণ জরিমানা গুনে দণ্ড থেকে মুরগি দুটিকে মুক্ত করতে হবে মুরগির মালিককে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে।

স্থানীয় খোঁয়াড়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে আটক থাকে অপরাধ করা মুরগি দুটি।

মুরগি দুটিকে খোঁয়াড়ে দেয়া মাহাবুবুর রহমান জানান, বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ধানের বীজতলা আবার গজাতে থাকে। এদিকে গ্রামের সব মুরগি এসে কচি কচি চারা ধানগুলে ঠুকরিয়ে খেয়ে ফেলে। অনেক বলা কওয়ার পর কাজ না হওয়া আজ সকালে দুটি মুরগিকে ধরে স্থানীয় গবাদি পশু পখির খোঁয়াড়ে দিয়েছি।

খোঁয়াড় মালিক জানান, বীজতলার ধান খাওয়ার অপরাধে দুই মুরগিকে খোয়াড়ে দিয়েছেন একজন। তবে মুরগি দুটির মালিক কে বা কাহারা তা জানা যায়নি। গবাদি পশু পাখি ফসলের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত মালিক খোঁয়াড়ে দিতে পারেন। আর্থিক জরিমানা বা দণ্ড দিয়ে পশুপাখির মালিক তা ছাড়িয়ে নিয়ে যায়। তবে আমার ৪০ বছরের খোঁয়াড় চালানোর ইতিহাসে এবারই প্রথম কেউ মুরগি খোয়াড়ে দিল।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ব্যবসায়ী হত্যা, দুই ছেলে ও বাবার মৃত্যুদণ্ড
কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
দেশের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডে নিতে চান ড. ইউনূস
ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার