• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বগুড়ায় তিন হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া অফিস

  ০১ আগস্ট ২০১৯, ০৯:০১
অর্থদণ্ড
বগুড়ায় তিন হাসপাতালেকে সাড়ে ৭ লাখ টাকা অর্থদণ্ড

প্যাথলজিস্ট ছাড়াই রোগ নির্ণয়ের পরীক্ষা করাসহ বিভিন্ন অনিয়মে বগুড়ার ৩ বেসরকারি হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকার অর্থদণ্ড দিয়েছেন ব়্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার (৩১ জুলাই) রাতে অভিযান শেষে শহরের রাবেয়া নার্সিং হোম, নাজমা মেডিমেট এবং নাজমা জেনারেল হাসপাতালকে এই অর্থদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ব়্যাব-১২ এর স্পেশাল কোম্পানি বগুড়ার কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান ও ব়্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে বুধবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত বেসরকারি হাসপাতালগুলোতে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে।

মেজর মোর্শেদ জানান, এই বেসরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম চলে আসছে। হাসপাতালগুলোর ডায়াগনস্টিক সেন্টার থাকলেও সেগুলোর কোনও অনুমোদন বা নিবন্ধন নেই এবং নিবন্ধিত প্যাথলজিস্ট না রেখে এসব ল্যাবে ডিপ্লোমা শিক্ষার্থীদের দিয়ে রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এছাড়া ড্রাগ লাইসেন্স না থাকলেও তারা ইচ্ছামতো রোগীদের কাছে দেশি-বিদেশি ওষুধ বিক্রি করছেন দীর্ঘদিন ধরেই। অপারেশন থিয়েটারসহ হাসপাতাল পরিচালনা অনেক বিধি-ই তারা ভঙ্গ করেছেন।

মেজর মোর্শেদ আরও জানান, এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মোতাবেক রাবেয়া নার্সিং হোমকে ৪ লাখ ২৫ হাজার টাকা, নাজমা জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা এবং নাজমা মেডিমেটকে ১ লাখ ২৫ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদণ্ড
দাউদকান্দির পৌর বাজারে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কসবায় রাতের আঁধারে চলছিল পাহাড় কাটা, এরপর যা ঘটল
ফেনীতে ৪ মণ পলিথিন জব্দ, কারখানা মালিককে জরিমানা