• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড (ভিডিও)

অনলাইন ডেস্ক
  ০১ আগস্ট ২০১৯, ১৫:২৭

মিরসরাইয়ের এক স্কুলছাত্র হত্যার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ রায় দেন। নিহত ফারহান সাকিব (১৫) মিরসরাই উপজেলার জোরারগঞ্জ জেবি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, মীর হোসেন ও শহীদুল ইসলাম।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- হোসনে মোবারক রুবেল।

কাজী সরওয়ার উদ্দিনকে ৩৬৪ ধারায় আরও ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অপর দুইজনকে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ কে এম সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে সর্বোচ্চ শাস্তি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জুন সাকিব মোবাইলে আসামি সরওয়ার ফোন পেয়ে ঘর থেকে বের হয়। পরে তারা বারৈয়ারহাট পৌরসভার পূর্ব দিকে নয়টিলা মাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে সাকিবকে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় থানায় মামলা করেন সাকিবের বড় ভাই মো. শহিদুল ইসলাম রুবেল। পুলিশ ২০১৫ সালের ১৬ নভেম্বর তদন্ত শেষে আদালতে পাঁচজনকে আসামি করে অভিযোগপত্র দেয়।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়