• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৮১

বরিশাল প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ১৪:৩৪
ডেঙ্গু, জ্বর, মৃত্যু, রোগী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এ মাসের ১৬ তারিখ থেকে আজ শুক্রবার পর্যন্ত ১৮১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গেল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

বর্তমানে চিকিৎসাধীন ১১২ জন রোগী মধ্যে ৩০ জন নারী ও ৭৫ জন পুরুষ ও সাতজন শিশু রয়েছে।

তবে এসব রোগীর মধ্যে বরিশালে অবস্থানরত কয়েকজন পাওয়া গেলেও বেশির ভাগ রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হয়েছেন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরের সকল পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হয়েছে। তবে ডেঙ্গু জ্বর পরীক্ষার কিটের সংকট রয়েছে। বাইরের ডায়াগোনেস্টিক সেন্টারগুলো সরকার নির্ধারিত ৫০০ টাকায় পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছে।

এ ব্যাপারে মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনের অফিসে গিয়ে বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, হাসপাতালে ৪০   
দেশে এইচএমপি ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, যা জানা গেল
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
ঘিওরে ক্যানসার আক্রান্ত গৃহকর্ত্রীকে গলাকেটে হত্যা