• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে দুইজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ২১:৩৬
নোয়াখালী

নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের বেসরকারি একটি হাসপাতাল ও বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জের একটি হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হুগলি গ্রামের আবুল কাশেমের ছেলে মোশাররফ হোসেন (৩০) ও বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মোঃ হারুনের ছেলে আব্দুল মোতালেব (২০)। এ ঘটনায় নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে মৃত্যু আতঙ্ক বিরাজ করছে।

জেলার সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, মোশাররফ হোসেন গত ৫দিন থেকে জ্বরে ভুগছিলেন। রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়লে শুক্রবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে জেলা শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

---------------------------------------------------------------
আরো পড়ুন: বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ১৮১
-
--------------------------------------------------------------

এদিকে আব্দুল মোতালেব ঢাকার চকবাজার থেকে গায়ে জ্বর নিয়ে গ্রামের বাড়ি বেগমগঞ্জের মীরআলীপুর গ্রামে মায়ের কাছে আসে। পরে বৃহস্পতিবার সকালে তাকে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে। শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এই দুই মৃত্যুর খবরে নোয়াখালীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে আহতদের হাসপাতাল গেটে পুনরায় পিটিয়েছে সন্ত্রাসীরা
পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা
কোম্পানীগঞ্জে আ.লীগ কর্মীর নেতৃত্বে হামলা, আহত ৭