• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০২ আগস্ট ২০১৯, ২২:২৫
ডেঙ্গু রোগ

মুন্সীগঞ্জে ডেঙ্গু রোগে একজনের মৃত্যুসহ ৩৫ জনকে শনাক্তের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন(৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তার বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নয়াগাঁও গ্রামে।

এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ৬ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ মোট ১৪ জন ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন এবং ঢাকায় পাঠানো হয়েছে ৭ জন রোগীকে।

অপরদিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসায় সময়মতো ডাক্তার না পাওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অভিযোগ তুলেছেন হাসপাতালে ভর্তি রোগীরা।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীরা গত ২৪ জুলাই হতে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গত তিনদিন ধরে ১৫০ কিট দিয়ে ডেঙ্গু শনাক্তে পরীক্ষা শুরু করেছি।

---------------------------------------------------------------
আরো পড়ুন: নোয়াখালীতে ডেঙ্গুজ্বরে দুইজনের মৃত্যু
---------------------------------------------------------------

তিনি আরো জানান, ৫০ শয্যার জেনারেল হাসপাতালে ২১ জনের মধ্য ডাক্তার রয়েছে ১৫ জন। ৪ জন কনসালটেন্ট ও ২ জন মেডিকেল অফিসার সংকট রয়েছে।

পি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ সদস্য গ্রেপ্তার
একদিনে ১৩১২ ডেঙ্গু রোগী হাসপাতালে, ৬ জনের মৃত্যু
মালয়েশিয়ায় নিহত ৩ রেমিট্যান্স যোদ্ধাকে মুন্সীগঞ্জে দাফন