• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

অর্থ পাচার মামলায় নোয়াখালী জেলা জজ আদালতের নাজির গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

  ০৫ আগস্ট ২০১৯, ১৭:৪০
অর্থপাচার, জজ, আদালত, মামলা

নিজের দাপ্তরিক পরিচয় গোপন রেখে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের দুটি মামলায় নোয়াখালী জেলা জজ আদালতের নাজির মো. আলমগীরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার সকাল নয়টার দিকে জেলা জজ আদালত থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মো. আলমগীর হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে।

জানা যায়, জেলা জজ আদালতের নাজির আলমগীর নিজের দাপ্তরিক পরিচয় গোপন করে নিজেকে রড, সিমেন্ট ব্যবসায়ী পরিচয় দিয়ে প্রায় সাত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ২৭ কোটি টাকার ব্যাংক লেনদেন করেন। এসব কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে অর্থ পাচারের ঘটনায় একটি মামলা রয়েছে।

এ মামলায় নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহার, বোন আফরোজা আক্তার ও তার বন্ধু বিজন ভৌমিককেও আসামি করা হয়েছে।

এছাড়া দাপ্তরিক পরিচয় গোপন করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান
যৌক্তিক মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার
হাতিয়ায় অস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেপ্তার