• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ০৫ আগস্ট ২০১৯, ১৯:৪৬
ডেঙ্গু, জ্বর, মৃত্যু, স্কুলছাত্রী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত চতুর্থ শ্রেণির এক ছাত্রী ঢাকার একটি হাসপাতালে মারা গেছে।

সোমবার সকালে রাজধানী ঢাকার ধানমন্ডি সাত নম্বর রোডের আনোয়ারা প্রাইভেট হাসপাতালে মারা যায় সে।

মৃত ছাত্রীর নাম অথৈ সাহা (১১)। সে বোয়ালমারী পৌর সদরের কামারগ্রামের কানাই সাহার মেয়ে এবং নিউ মডেল প্রিক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।

বোয়ালমারী বাজারের স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মদন দাস আরটিভি অনলাইনকে জানান, অথৈ সাহা গেল ছয় থেকে সাত দিন ধরে জ্বরে ভুগছিল। প্রথমে তাকে স্থানীয় এক চিকিৎসককে দেখানো হয়। পরে অবস্থার অবনতি হলে রোববার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়।

অথৈ সাহা কানাই সাহার তিন মেয়ের মধ্যে দ্বিতীয়। কানাই সাহা ঢাকায় জুয়েলারি ব্যাগের ব্যবসা করেন।

আরও পড়ুন

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে ব্যবসায়ী হত্যা, দুই ছেলে ও বাবার মৃত্যুদণ্ড
কেন্দ্রীয় কারাগারে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লির মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৩৪