মাদারীপুরে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা ৪
মাদারীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার রিপন হাওলাদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন।
রিপন শিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের হবি হাওলাদারের ছেলে।
তিনি ঢাকায় পোশাক কারাখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। গেল শুক্রবার সকালে ছুটি নিয়ে নিজ বাড়িতে আসেন রিপন। রিপনের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
স্বজনরা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হবার পর শুক্রবার দুপুরে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রিপনকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু স্বজনরা রিপনকে ঢাকায় না নিয়ে বাড়িতে নিয়ে যায়। পরে রোববার রাতে রিপনের অবস্থার অবনতি হওয়ায় ফের তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু
---------------------------------------------------------------------
এর আগে দুই আগস্ট কালকিনিতে নাদিরা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়।নিহত নাদিরা কালকিনি উপজেলার উত্তর কৃষ্ণনগর গ্রামের আলমগীর মোড়লের স্ত্রী। এছাড়া ৩০ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার রুবেল হোসেনের মেয়ে শারমিন আক্তার (২২) ও ২৯ জুলাই (বুধবার) রাতে ঢাকার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে মারা যান শিবচরের সলুবেপারীর কান্দি এলাকার বাবু খানের ছেলে ফারুক খান (২২)।
এদিকে প্রতিদিনই মাদারীপুর সদর হাসপাতালে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত জেলার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০জনের বেশি রোগী। ভর্তি আছেন অন্তত ১২ জন। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের তরলজাত খাবারের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।
জেবি
মন্তব্য করুন