• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

মাদক বিক্রির ২০ লাখ টাকাসহ নারী আটক

নড়াইল প্রতিনিধি

  ০৬ আগস্ট ২০১৯, ০৯:২৪
নারী, ফেনসিডিল, আটক, ২০

নড়াইল পৌরসভা এলাকা থেকে ফেনসিডিল, গাঁজা ও মাদক বিক্রয়ের ২০ লাখ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে।এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ২০ লাখ টাকা জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার তাকে আটক করা হয়। রাত সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জানতে পারে পৌরসভার ভওয়াখালী গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল রায়ের বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়িতে মাদক বিক্রয়ের ২০ লাখ টাকা, ১২ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। অভিযান চলাকালে উজ্জ্বল রায় বাড়িতে না থাকায় তার স্ত্রী দিপালী রায়কে আটক করা হয়।

উজ্জ্বল রায় দীর্ঘদিন দিন ধরে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা করে আসছেন। তার বিরুদ্ধে দুইটি মাদকের মামলা বিচারাধীন আছে। এ মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় উজ্জ্বল রায় ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সখীপুরে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ মিলল লেবু বাগানে
জঙ্গলে পোড়ানো নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
নারী বিপিএলের পারিশ্রমিক ঘোষণা, সর্বোচ্চ বেতন ৫ লাখ
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই মাদককারবারি আটক