• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

জাতীয় ঈদগাহে প্রধান জামাত হবে সকাল ৮টায় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৯, ১১:৩৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামীকাল (সোমবার) সকাল ৮টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।

রোববার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

অপরদিকে নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ বা ছাতা ছাড়া অন্য কিছু বহন না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছে ঢাকার মহানগর পুলিশ (ডিএমপি)।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আগামীকাল সোমবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : দিনাজপুরে ২ হাজার পরিবারে আজ ঈদ উদযাপন
---------------------------------------------------------------------

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জাতীয় ঈদগাহে ৯০ হাজার থেকে ১ লাখ মানুষের নামাজের ব্যবস্থা করেছে। নারীদের জন্যও রাখা হয়েছে আলাদা ব্যবস্থা।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঈদগাহে ৫ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
ঢাকায় কখন কোথায় ঈদের জামাত
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়