ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

জনসংহতি সমিতির দুই নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি

সোমবার, ১২ আগস্ট ২০১৯ , ০২:২৭ এএম


loading/img

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (এমএনলারমা) সহযোগী সংগঠন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রোববার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাবুপাড়া কমিউনিটি সেন্টারের পাশে নিজ বাসায় তাদেরকে ব্রাশফায়ারে হত্যা করা হয়।

নিহতরা হলেন যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও এনো চাকমা (৩০)।

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম এ মনজুর। তিনি জানিয়েছেন, শনিবার রাত সাড়ে  ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, যে এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বাবুপাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের সঙ্গে এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্ঞান চাকমা নিহতদের নিজেদের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

তবে অভিযোগের সত্যতা নিশ্চিত করতে রাতে জনসংহতি সমিতির কোনও দায়িত্বশীল নেতাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |