• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে দেশের বড় ঈদ জামাত

দিনাজপুর প্রতিনিধি

  ১২ আগস্ট ২০১৯, ১২:৩২
দিনাজপুর

দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামায়াত। দেশের বৃহৎ এই ঈদের জামায়াতে লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করেন। এখানে ইমামতি করেন আলহাজ মাওলানা সামশুল আলম কাশেমী।

ঈদের এই জামায়াতে লাখো মুসল্লিদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতি এনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শান্তিপূর্ণভাবে নামাজ আদায়ের লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কয়েক স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা। বসানো হয় ক্লোজড সার্কিট ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। এছাড়া বিভিন্ন স্থানে মুসল্লিদের তল্লাশি করে ঈদগা মাঠে প্রবেশের ব্যবস্থা করা হয়।

এই জামাতে একসাথে প্রায় তিন লাখ মুসল্লি নামাজ আদায় করেন বলে আয়োজক সংশ্লিষ্টরা দাবি করেছেন।


আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষকের হাড়ভাঙা পরিশ্রম সার্থক, মেডিকেলে চান্স পেয়েছেন মেয়ে
বিরামপুরে ১২টি স্বর্ণের বারসহ একজন আটক
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
হিলি চেকপোস্টে এইএমপি ভাইরাস প্রতিরোধে বাড়তি সতর্কতা