• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

ঈদ বিনোদনে ভরপুর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ আগস্ট ২০১৯, ১০:৩৫

ঈদের আনন্দ বাধ ভেঙেছে কর্মব্যস্ত নগরবাসীর। সারাদিন হৈ-হুল্লোর আর নাচ-গানে মেতেছিল শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। রাজধানীসহ তার আশপাশের পার্কগুলোতে ছিল উপচেপড়া ভিড়।

রাজধানীর ঢাকার পাশের জেলা নরসিংদীর ড্রিম হলিডে পার্ক একটি মনোরম বিনোদনকেন্দ্র। এখানে রয়েছে বিভিন্ন প্রকারের রাইডস। এখানকার ওয়াটার কিংডমে উথাল পাথাল ঢেউ। কৃত্রিম এই জলাশয়ে বাধ ভাঙা উল্লাস তরুণ-তরুণীদের। আকাশ ভেঙে নামা বৃষ্টি নস্যি এই দস্যি দুরন্তপনার কাছে।

কৃত্রিম নদীতে ঢেউ ভেঙে দুর্বার গতির স্পিডবোট আনন্দ দেয় দর্শনার্থীদের। কৃত্রিম নদীর তীর ঘেঁষে বানর আর হরিণের খেলা। মুগ্ধতা ছড়ায় কৃত্রিম হাতি-জিরাফ আর বনমানুষের দুরন্তপনাও।

স্কুল ছুটি কাজে লাগিয়ে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে কোমলমতি শিশুরা।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : নানা সমস্যায় জর্জরিত সাভারের চামড়া শিল্পনগরী
---------------------------------------------------------------------

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সবচেয়ে রোমাঞ্চকর এলাকা ভূতের বাড়ি। গা ছমছমে ভৌতিক পরিবেশে ভয় ছড়িয়ে দেয় ভূতের আনাগোনা।

ঈদসহ অন্যান্য উৎসবে মানুষ যাতে বিনোদন বঞ্চিত না হয় তার জন্য আয়োজনের কথা জানালেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক।

এগিয়ে চলা বাংলাদেশের প্রতিকৃতি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, কর্নফুলী টানেলসহ বিভিন্ন স্থাপনার আদলও স্থান পেয়েছে এই পার্কে।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য: মঈন খান
তাঁত বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ, ৬ ঘণ্টা পর মুক্ত
রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন গ্রেপ্তার
লেখাপড়া না করে দেশ চালাতে গেলে আ.লীগের মতো ভুল করবে: মঈন খান