• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বাড়তি ভাড়া নেওয়ায় ২৫ বাসকে জরিমানা, চালকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৬ আগস্ট ২০১৯, ১৯:৩৯
বাড়তি ভাড়া

ঈদের ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার কর্মস্থলে ছুটে চলছে মানুষ। এ কারণে যাত্রীদের চাপ বেড়েছে ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহনগুলোতে। আর এই সুযোগে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে কিছু অসাধু বাস চালকেরা।

খবর পেয়ে মহাসড়কের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ মাহমুদ।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার দায়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত নীলাচল, সেলফি, হিমাচল, শুভযাত্রা লাক্সারীসহ মোট ২৫টি বাস মালিক ও চালককে ৪৪ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সর্তক করা হয়েছে।

এছাড়া, ড্রাইভিং লাইসেন্স না থাকায় মিরাজুল ইসলাম (২৫) নামে নিরাপদ পরিবহনের এক বাস চালককে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন তিনি। দণ্ডপ্রাপ্ত মিরাজুল ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর এলাকার এখলাস হোসেনের ছেলে। ড্রাইভিং লাইসেন্স না থাকা ও বাড়তি ভাড়া নেওয়ার দায়ে তাকে ওই জরিমানা করা হয় বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ।


আরও পড়ুন :

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজে অনিয়ম, ২ এজেন্সিকে জরিমানা
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
নকল শিশুখাদ্য বিক্রি করায় ৯০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে ৩৩৪ কেজি পলিথিন ব্যাগ জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা