ডাক্তার হওয়া হলো না ইফাতের
জয়পুরহাট পৌর শহরের খঞ্জনপুরে ট্রাকের ধাক্কায় তাসলিমুল হাসান ইফাত (১২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) সকালে জয়পুরহাট-ধামুইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবাদে স্কুলের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
নিহত তাসলিমুল সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং সে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় ও আত্মীয়রা জানান, বাবা বেলাল ও মা মুনজিরা খাতুনের ৬ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নানা অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার ইব্রাহীমের বাসায় থেকেই লেখাপড়া করছে ইফাত। গত বছর জামান মডেল স্কুল থেকে পিএসসিতে জিপিএ-৫ (গোল্ডেন) পায় ইফাত। পড়ালেখার পাশাপাশি ছবি আঁকাতে পারদর্শী ছিল সে। ইফাতের ইচ্ছা ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করার, সে আশা পূরণ হতে দিলো না ঘাতক ট্রাক।
---------------------------------------------------
আরো পড়ুন: বাজারে মিললো গলাকাটা লাশ
---------------------------------------------------
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, সকালে ইফাত বাসা থেকে একটি বাই সাইকেলযোগে স্কুলে যাচ্ছিল। স্কুলের সামনে যাওয়া মাত্র ধামইরহাটগামী একটি সারবোঝাই ট্রাক ইফাতকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী জয়পুরহাট-ধামুইরহাট সড়ক অবরোধ করে রাখে। পরে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ইফাতের মা মুনজিরা খাতুন বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন বলেও জানান ওসি।
এসএস
মন্তব্য করুন