• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফাঁকা গুলি করে সিগারেট কোম্পানির ২৬ লাখ টাকা লুট

টাঙ্গাইল প্রতিনিধি

  ২৬ আগস্ট ২০১৯, ১১:৪৪
সিগারেট, টাকা, ২৬, লাখ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ফাঁকা গুলি করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ২৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে মির্জাপুর উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির মতিন (৩৭) ও আমান উল্ল্যাহ (৩০) টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যাংকে জমা করার জন্য যাচ্ছিলেন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, সকালে ব্রিটিশ আমেরিকান কোম্পানির দুই কর্মকর্তা মোটরসাইকেলে করে টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় তারা মির্জাপুর ইউএনও অফিসের কাছে আসলে পিছন দিক থেকে আসা অস্ত্রধারী দুই যুবক ফাঁকা গুলি করে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাদের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ওই দুই যুবক। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) দীপঙ্কর ঘোষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
প্রবাসীর স্ত্রীকে টার্গেট করে প্রতারণা, হাতিয়ে নেন লাখ লাখ টাকা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৬ এপ্রিল)
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
X
Fresh