• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ফিনলে স্কয়ার ও ইন্টারন্যাশনাল টোব্যাকোকে ৮৪ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫
ফিনলে স্কয়ার ও ইন্টারন্যাশনাল টোব্যাকোকে ৮৪ লাখ টাকা  জরিমানা
ফিনলে স্কয়ার ও ইন্টারন্যাশনাল টোব্যাকোকে ৮৪ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীনভাবে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা। তিনি বলেন, কাতালগঞ্জ এলাকায় ১৮তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে মঙ্গলবার সেখানে পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। এসময় পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। বুধবার শুনানি শেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, পরিবেশ ছাড়পত্র ছাড়া কালুরঘাট এলাকায় কারখানা পরিচালনার দায়ে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৭০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

একই আদেশে জরিমানার অর্থ পরিশোধ ও পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার মোহরা কালুরঘাট শিল্প এলাকায় ইন্টারন্যাশনাল টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ ছাড়পত্র দেখাতে না পারায় বুধবার তাদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেয়া হয়।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে ত্রুটি, মেটাকে ৩ হাজার ১৫৬ কোটি টাকা জরিমানা
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ
অতিরিক্ত যাত্রীবহন, ২ স্পিডবোট চালককে জরিমানা
প্রথম স্ত্রীর মামলায় জরিমানা গুনতে হচ্ছে উদিত নারায়ণকে