• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

কান্না থামাতে শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি

  ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২১
শিশু, মৃত্যু, হত্যা

জয়পুরহাট সদর উপজেলার একটি ডোবা থেকে দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ভাদসা ইউনিয়নের কোচনাপুর গ্রামের অদূরের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম সিয়াম হোসেন। সে নওগাঁর বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের ইউসুফ হোসেনের ছেলে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাসিম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভগবানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রায়হান হোসেন আরটিভি অনলাইনকে জানান, গতকাল বুধবার শিশু সিয়াম খেলার জন্য বাড়ির বাইরে গিয়ে আর বাড়ি ফিরেনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার কৃষকরা কোচনাপুর মাঠের ধারে একটি ডোবাতে কৃষি কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে শিশুটির স্বজনরা এসে মরদেহটি সিয়ামের বলে শনাক্ত করেন।

ওসি আরও জানান, আটককৃত নাছিম সিয়ামের বড় চাচার একটি পোল্ট্রি সেডে ছয় মাস ধরে কাজ করছে। প্রায়ই তারা দুইজন খেলাধুলা করে।গতকাল বুধবার পোল্ট্রি সেডের পাশে এসে সিয়াম কাঁদছিল। ধমক দিয়েও তার কান্না থামানোর চেষ্টা করলে সে না থেমে আরও জোরে কাঁদতে থাকে। এ সময় নাসিম শিশুটির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই শিশু সিয়াম মারা যায়। হত্যার পর মরদেহটি ডোবাতে ফেলে রেখে পালিয়ে যায় নাসিম।

এ ব্যাপারে সদর থানায় সিয়ামের বাবা ইউসুফ হোসেন একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ বিছানা না গোছানোর দিন! 
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
নদী থেকে ১০ রাউন্ড গুলিসহ অস্ত্র উদ্ধার